বগুড়ায় প্রতারক চক্রের ৪ সদস্য অাটক

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, সোমবার, ১ অক্টোবর ২০১৮ | ৬৯৭

টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার মিথ্যা প্রলোভনে টাকা আত্মসাতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার নুরার পটল গ্রামের মোঃ সানাউল্লাহ মণ্ডলের ছেলে মোঃ জোহা মিয়া, জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রাম (মাত্রাই) গ্রামের মোঃ আব্দুল্লাহ’র ছেলে আমানউল্লাহ ওরফে তুহিন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গাড়ইল গ্রামের মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ রুবেল মিয়া, বগুড়ার শাজাহানপুর উপজেলার চকদুলাহার গ্রামের মোঃ আবু মুসার ছেলে মোঃ আব্দুল কাদের।

সোমবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনমাথা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পোর কমান্ডার মেজর মোর্শেদ জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্ররা বগুড়া জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার মিথ্যা প্রলোভনে টাকা আত্মসাত করে আসছিল। গ্রেফতারকৃত প্রতারক চক্রের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।