মসজিদের বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত লাশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান জামে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা একটি ব্যাগের ভেতরে সিলেট-শ্রীমঙ্গলের একটি ট্রেনের টিকিট, কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল, আতর ও কিছু টাকা পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক অনিক বড়ুয়া জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকালে মসজিদের বারান্দায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মসজিদের বারান্দায় লায়লনের সাদা রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা কম্পাউন্ডে নিয়ে আসে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ নিয়ে পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল বলেন, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত ব্যক্তির বাড়ি কুমিল্লায় মসজিদের ইমাম পুলিশকে জানিয়েছেন। তিনি শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন বলেও হুজুর জানিয়েছেন।