ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯০

এশিয়া কাপ ফাইনালে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। মুমিনুল হকের জায়গায় ফিরেছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম।

ভারতের বিপক্ষে এর আগে দুইবার কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে বাংলাদেশ। এই এশিয়া কাপেই গত টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছিল মাশরাফির দল।

বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।