কালিহাতীতে ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত পলাতক

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:১১ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৪৫৪

কালিহাতী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফারুক (৪৭) বিরুদ্ধে। গত শনিবার  বিকালে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নে সোনা সাতকুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির দাদী এলাকাবাসীদের জানালে অভিযুক্ত ফারুক (৪৭) শিশুটির দাদির কাছে গিয়ে হাতে পায়ে ধরে মাফ চায় বলে শিশুটির দাদি ও এলাকাবাসী জানান। গত পরশু শালিসের কথা হলে অভিযুক্ত ফারুক পালিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে সোনা সাতকুরা গ্রামের মাতব্বর আব্দুল কুদ্দুস বিচারের আশ্বাস দিয়ে আগামী ২৪ শে জুলাই শুক্রবার দিন সালিশের তারিখ ধার্য করে।

এলাকাবাসী ও নির্যাতনের শিকার শিশুটির স্বজনেরা জানায়, গত শনিবার বিকালে শিশুটি পাশের বাড়ি অভিযুক্ত ফারুকের বাড়ির সামনে শিশুটির হাফ প্যান্ট খুলে যৌনাঙ্গে হাতাহাতি করে পাট খেতে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির দাদি দেখে ফেলে হাতেনাতে ধরে ফেলে বলে শিশুটির দাদি জানান।

বিষয়টি পুলিশকে জানাতে চাইলে ঘটনাটি ধামাচাপা দিতে সোনা সাতকুরা গ্রামের মাতব্বর কুদ্দুস মিয়াকে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেবেন বলে স্বজনদের আশ্বাস দেন।

এই বিষয়ে মাতব্বর কুদ্দুস মিয়া জানান, শান্তির লক্ষ্যে আগামী শুক্রবার সালিশের তারিখ ধার্য করা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আফাজউদ্দিন জানান, শিশুটির দাদি আমাকে জানালে গত পরশু সালিশে যাওয়া হয় কিন্তু অভিযুক্তকারী না থাকায় সালিশ হয়নি।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন  বলেন, এ ঘটনায় তিনি অবগত নয়। থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।