আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৪০৬

জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন।

১৯৮৮ সালে বহুব্রীহি নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন তিনি। প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন আফজাল শরীফ। নিশ্বাস আমার তুমি সিনেমায় কমেডি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আফজাল শরীফ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন তিনি। নিয়মিত থেরাপি নিলে কিছুদিন ভালো থাকলেও এই সমস্যার কোন স্থায়ী সমাধান পাচ্ছে না। কারণ তার এখন উন্নত চিকিৎসা দরকার। কিন্তু অর্থের অভাবে উন্নত চিকৎসা নিতে পারছে না। তাই কোন উপায় না পেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান।

গত ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন আফজাল শরীফ।

এরপরই বুধবার প্রধানমন্ত্রীর তার কার্যালয়ে ডেকে আফজাল শরীফের হাতে অনুদানের এ অর্থ তুলে দিলেন।

এমএমআর