সখীপুরে স্বাস্থ্যসেবা মানোন্নয়নে মাসিক সমন্বয় সভা


টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্যসেবা মানোন্নয়নে সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে এ সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে এ সময় সাবেক সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরাম’র সভাপতি ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদ, সখীপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মামুন হায়দার, এম সাইফুল ইসলাম শাফলুসহ সেবা প্রদান ও গ্রহীতারা উপস্থিত ছিলেন।