ঝিনাইদহে নসিমন উল্টে চালক নিহত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১১ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৮৩৬

ঝিনাইদহে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে চালক শিমুল হোসেন (২০) নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পাগলা কানাই এলাকার এমকে বিক্স নামক ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল হোসেন সদর উপজেলার বাড়ীবাথান এলাকার হারুন অর রশিদ ওরফে খোকনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, সকালে বাড়ি থেকে নসিমন নিয়ে পাগলা কানাই যাচ্ছিল শিমুল। পথে ইটভাটার সামনে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।