চুরির অভিযোগে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ দম্পতিকে নির্যাতন, সন্তান হারালেন গর্ভবতী স্ত্রী


নওগাঁয় চুরির অভিযোগে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ এক দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ৪ মাসের অন্তঃসত্বা গৃহবধূর গর্ভপাত হয়ে পেটের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার গৃহবধূ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
সুলতানা বেগম বলেন, ‘চারমাসের গর্ভ ছিলো, ওই গর্ভের বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। মেরেছে অনেকজন। দুই বাবুল, আর এমরান, আর মেম্বার।’
আবুল হোসেন বলেন, ‘আমাদেরকে দোষারোপ করে আমাদের বাড়িতে এসে প্রথমে ভাঙচুর করে। দরজা জানালা ভেঙে রাত দুইটার দিকে এসে আমাদের নিয়ে যায়। এরপর পিটিয়ে মারে।’
নির্মম এ নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে পোরশা থানায় ইউপি সদস্য আবদুস সালামসহ ৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘মূল হোতা মেম্বার সালাম। তাকে সহ প্রধান আসামী আমিনুল, বাবুল, এদেরকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।’
মামলার ৩০ আসামির মধ্যে ২১ জন পলাতক এবং ৫ জন জামিনে মুক্ত রয়েছে।