সাংবাদিককে নকল করলেন রোনাল্ডো


ফুটবলার না হলে তিনি কী হতে পারতেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে পেশাতেই যেতেন রোনাল্ডোই হতেন। এই যেমন ধরুন, রোনাল্ডো একজন কমেডিয়ান হলেন! রোনাল্ডোর মধ্যে একজন দক্ষ কমেডিয়ান হওয়ার সব রসদ রয়েছে।
জুভেন্তাস ক্লাব রিপোর্টার মাঠে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টার। আচমকা তাঁর পিছনে চলে এলেন রোনাল্ডো। তার পর শুরু করলেন সেই সাংবাদিককে নকল করা! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। কিন্তু তাতেই আপনি বুঝে যাবেন, রোনাল্ডো কমেডিয়ান হলেও বেশ নাম-ডাক করে ফেলতে পারতেন। ক্যামেরাম্যান অবশ্য রিপোর্টারকে কিছু বুঝতে দিলেন না। রোনাল্ডোর গোটা কর্মকাণ্ডের কোনও আঁচই পেলেন না সেই সাংবাদিক। এর পর রোনাল্ডো ছুটে চলে গেলেন প্র্যাকটিসে।
পাঁচবারের ব্যালন ডি-অর জেতা রোনাল্ডো ইতালির জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে এখনও গোল করতে পারেননি। তা নিয়ে চারপাশএ প্রচুর কথাবার্তা হচ্ছে। রোনাল্ডো অবশ্য সেসবে কান দিচ্ছেন না। বরং ট্রেনিংয়ে তিনি নিজের মতো বেশ খোশমেজাজেই রয়েছেন।