তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মত বিনিময় 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১০৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে গড়াসিন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল। 

করটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কিসমত মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, করটিয়া সা’দত কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল মান্নান বাবুল, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার প্রমুখ।

এসময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।