নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে ... সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | ৯২
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে। নির্বাচন পিআর পদ্ধতি না হলে দেশে নির্বাচন করতে দিবে না। হাসিনাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে। ১৪ সালে ১৮ ও ২৪ সালে কেউ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা জনগন থেকে বিচ্ছিন্ন ছিল। জনগনের ওপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে। সেজন্য জনগনের ভোট তারা চায় না। ভোটের রাজনীতি ধ্বংস করেছে খুনি শেখ হাসিনা।
 
শনিবার সকালে টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যারা বলেন পিআর পদ্ধতি না হলে নির্বাচন হতে দিবেন না। এটা কি ঠিক? এটা জনগন মানবে? আগামীর বাংলাদেশ হবে গনতন্ত্রের বাংলাদেশ। জনগন ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।
 
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের হাঁস-মুরগি ও গবাদিপশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বিভিন্ন প্রাণী ও মৎস্য ভ্যাকসিনও বিতরণ করা হয়।
 
এসময় কৃষিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শমুলক বক্তব্য দেন।