মাদারীপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৫০০

মাদারীপুর সদর উপজেলার শিড়খারা এলাকায় সোমবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে।

আলিম মোল্লা মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে। পুলিশের দাবি, সে একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি।

আলিম মোল্লার মরদহে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকায় সোমবার গভীর রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায় ডাকাত দল পালিয়ে গেলে গুলিবিদ্ধ আলিম মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। আলিম মোল্লা মাদারীপুর মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, নিহতের বিরুদ্ধে মাদারীপুর ও রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।