টাঙ্গাইলে শিশু আনন্দ মেলার সমাপনী অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ১১:০১ এএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৪৯১

টাঙ্গাইলে বাংলা বর্ষবরণ ১৪২৫ উপলক্ষে শিশু আনন্দ মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিাবার বিকেলে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে শিশু আনন্দ মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা শাখার সংগঠক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক তরুন ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিনু আনোহলী প্রমুখ।

অনুষ্ঠান শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে সহ-শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন (ক) বিভাগ লোক নৃত্য প্রথম হয়েছেন নূশরাত বিনাথ ইউসুফ, দ্বিতীয় হয়েছেন নাদিয়া জামান নিঝুম, তৃতীয় হয়েছেন তাসনিয়া বিনাত তুহিন, চতুর্থ হয়েছেন সামিয়া খান। (খ) বিভাগ লোক নৃত্য প্রথম হয়েছেন রাফিয়া ইসলাম তুহা, দ্বিতীয় হয়েছেন তিয়াশা সরকার।

(ক) বিভাগ কবিতা আবৃতিতে প্রথম হয়েছেন তানজিলা আরেফিন উঞ্চতা, দ্বিতীয় হয়েছেন ত্রিদিব সরকার, তৃতীয় হয়েছেন নাবিহা আনজুম আনিশা। (খ) বিভাগ কবিতা আবৃতিতে প্রথম হয়েছেন তাকান্নুম আহমদ খান, দ্বিতীয় হয়েছেন তৃয়াশা সরকার, তৃতীয় হয়েছেন তানজিলা তাবাসসুম।

(গ) বিভাগ কবিতা আবৃতিতে প্রথম হয়েছেন মীম আতিক সিদ্দিকী অহী, দ্বিতীয় হয়েছেন সামিয়া আক্তার লামিয়া। হাড়ি ভাঙ্গা খেলায় প্রথম হয়েছেন মৌমিতা জাফরীন শিখা, মোড়গ লরাই খেলায় প্রথম হয়েছেন রিয়াজুল ইসলাম।