পঞ্চগড়ের সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সড়ক দুর্ঘটনায় নিহত


পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল নিহত হয়েছেন৬৫ । এ সময় মাইক্রোবাস চালকসহ আরও দুই মুক্তিযোদ্ধা আহত হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াইসুল কোরাইশী ও আলাউদ্দিন প্রধান।
ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহামেদ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহত মুক্তিযোদ্ধা দুলারের পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তারা আহত মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ তিন মুক্তিযোদ্ধা ভারতীয় ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজে একটি মাইক্রোবাস যোগে পঞ্চগড় থেকে রংপুর যাচ্ছিলেন। পথে বোদা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মুক্তিযোদ্ধা দুলালসহ তিনজন গুরুতর আহত হন। দূর্ঘটনার খবর শুনে নিহত মুক্তিযোদ্বার শোকাহত স্বজনদের
সমবেদনা জানাতে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম,পুলিশ সুপার মো.গিয়াস উদ্দীন আহম্মদ সহ তাঁর শহরের বাড়িতে উপস্থিত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ এবং চালকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী সর্ব মহলের।