মির্জাপুরের বানাইলে মা সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইলের মির্জাপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ইউপি সদস্য সেলিম মিয়ার সভাপতিত্বে উপজেলা আলীগের সদস্য ওবায়দুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, বানাইল ইউনিয়ন আলীগের সাবেক সভাপতি আলী আজম খান ও সাবেক সাধারণ সম্পাদক জামিল হোসেন বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক মাসহ সহস্রাধিক লোক অংশ নেন।