টাঙ্গাইলে বিদেশী মদসহ ১ জন গ্রেফতার


টাঙ্গাইলে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত ৮:১০ টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ৪ (চার) লিটার বিদেশী মদ ও ১ টি মোবাইলসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন বরিশাল জেলার মুলাদী থানার খাসের হাট গ্রামের মোঃ নাজির উদ্দিন বাবুর ছেলে মোঃ আসাদুজ্জামান বাপ্পি (২২)।
র্যাব সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ীদের নিকট বিদেশী মদ বিক্রয় করাসহ বিভিন্ন মাদক সেবীদের নিকট অবৈধ মাদক সরবরাহ করে যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।