টেকনাফে ১লাখ পিস ইয়াবাসহ আটক ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪৭০
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ১লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
র‌্যাব-৭ টেকনাফ  ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ পৌরসভা মধ্যম জালিয়া পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন  সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে একটি বাড়িতে অভিযান পরিচালনা এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটককৃতরা হচ্ছেন, টেকনাফ পৌরসভা মধ্যম জালিয়া পাড়ার মৃত আবু বক্করের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫)।
 
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।