সখীপুরে ৮ জুয়াড়িকে অর্থদন্ড
 
												 
																			টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়িকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বুধবার রাতে উপজেলার ছোট মৌসা বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার টাকাসহ উপজেলার বংকী এলাকার সাঈদ আলীর ছেলে নয়ন মিয়া, একই এলাকার করম আলীর ছেলে আ. রহমান এবং ছোট মৌশা এলাকার লাল মামুদের ছেলে সাহেদুল ইসলাম, একই এলাকার শ্রী খুশিমন সরকারের ছেলে জয়দেব সরকার, আবুল হোসেনের ছেলে লালন মিয়া, শাহ আলমের ছেলে ফজল মিয়া, জাকির হোসেনের ছেলে আকরাম হোসেন এবং সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুসেন আলীর ছেলে ছানোয়ার হোসেনকে আটক করে সখীপুর থানা পুলিশ। পরে তাদেরকে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন- ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়িকে অর্থদন্ড করা হয়েছে।
 
                         
 
             
            