গাইবান্ধায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই স্কুলছাত্র।
পুলিশ জানায়, বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে সাঘাটার চিথুলিয়া এলাকায় গাইবান্ধাগামী একটি বালুবাহী ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব ঘোষ ও তার মামা নরত্তোম ঘোষ মারা যান। একই সময়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে ২ স্কুলছাত্র আহত হয়। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক।
এলাকাবাসী জানায়, এখানে ট্রাক্টরগুলো খুবই দ্রুত গতিতে চালায়। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
গাইবান্ধা সাঘাটা থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা এসেছে। সেই সাথে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।