চলনবিলে ২ জনের মরদেহ উদ্ধার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৫০৫

পাবনায় চলনবিলে নৌকাডুবিতে নিখোঁজ পাঁচজনের মধ্যে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেনের স্ত্রী মমতাজ পারভীন এবং আজ সকালে শাহনাজ পারভীন পারুলের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর তিনজনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল। 

গতকাল সন্ধ্যায় নাটোরের বনপাড়া থেকে ২২ জনের একটি দল নৌকায় কোরে চলনবিলে ঘুরতে যান। ফেরার পথে চাটমোহর উপজেলার পাইকপাড়া এলাকায় নৌকা ডুবে যায়। এ ঘটনায় তিন নারীসহ পাঁচজন নিখোঁজ হন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।