কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫১ পিএম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ৪৩৬

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে ১৫০ জন কৃষকদের মাঝে ৫কেজি করে মাসকালাই বীজ ও ১০কেজি করে ডিএপি ও ৫কেজি করে এমওপি সার প্রধান অতিথি থেকে বিতরণ করেন,টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও মহিলা ভাইস চেয়াম্যোন মনোয়ারা বেগম,বল­া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মাহমুদ পাকির আলী, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক জলিল মিয়া প্রমুখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এম.শহিদুল ইসলাম। পরবর্তীতে ১১২৭ জন কৃষককে কৃষি প্রনোদনা কার্যক্রমের আওতায় ভূট্টা,সরিষা,তিল,সবজি বীজ ও সার সহায়তা দেয়া হবে।