নৌকার গণজাগরনে ব্যাপক তৎপর পাঁচ নেতা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০০ পিএম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ২৫৭৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে নৌকার পক্ষে গণজাগরন সৃষ্ঠিতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন নতুন প্রজন্মের তিনজন সহ পাঁচ নেতা। দিন রাত ছুটে বেড়াচ্ছেন মাঠে প্রান্তরে।

তারা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মীর শরীফ মাহামুদ, জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব) খন্দকার আব্দুল হাফিজ, জেলা যুবলীগ সহসভাপতি টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ এবং উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল।

আলহাজ একাব্বর হোসেন এমপি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক এবং ব্যক্তিগতভাবেও জোর তৎপরতা শুরু করেছেন। তিনবারের এমপি এলাকায় যে উন্নয়ন কাজ করেছেন তা প্রায় সর্বক্ষেত্রে তুলে ধরে নীজের এবং নৌকার পক্ষে গণজাগরনের চেষ্ঠা করে যাচ্ছেন।

তিনি ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন। তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন চারবার।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ।

দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবন এই নেতার। তৃনমুল পর্যায় থেকে উঠে আসা এই নেতার যাবতীয় কর্মকান্ডই করে থাকেন রাজনীতিকে ঘিরে।

তার রাজনৈতিক জীবনে সহযোদ্ধাদের বিজয়ী করার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা রেখেছেন, কিন্তু তিনি নিজে এখনো সেই কাঙ্খিত লক্ষে পৌছাতে পারেননি। তবে তিনি হাল ছারেননি। প্রতিনিয়তই দলের কাজে ছুটে চলেন এলাকার সর্বত্র।

নতুন প্রজন্মের এক আলোচিত নেতা টাঙ্গাইল জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ শুভ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নৌকার পক্ষে গণজাগরন সৃষ্ঠিতে সার্বক্ষনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তার তৎপরতায় ইতিমধ্যে তিনি মির্জাপুরে সর্বমহলে আলোচনায় এসছেন। তার পিতা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। পিতার পথেই হাটছেন খান আহমেদ শুভ।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ। চাকুরী থেকে অবসরে এসেই আওয়ামীলীগের রাজনীতি শুর করেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। অল্প সময়ের মধ্যে তিনি আলোচনায় এসেছেন।

তৃনমুল পর্যায় থেকে উঠে আসা আরেক তরুন নেতা সৈয়দ ওয়াহীদ ইকবাল। ছাত্রলীগ যুবলীগ পার করে এখন আওয়ামীলীগ নেতা। সার্বক্ষসিক রাজনীতি নিয়ে সময় কাটান তিনি। গত নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন তিনি। এবারও চাবেন বলে সেই লক্ষে কাজ করছেন।