এক বছরে ইসরাইলের ৪০ হাজার সেনা মানসিক রোগী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | ৪৪৬

গত এক বছরে ইসরাইলের ৪০ হাজার সেনা সদস্যকে মানসিক চিকিৎসা দিতে হয়েছে। প্রতি বছর দেশটির হাজার হাজার সৈন্য মানসিক রোগী হয়ে যাচ্ছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ তথ্য জানিয়েছেন। রোববার সন্ধ্যায় নিজ দলের সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরাইলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে।

'সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরাইলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না।'

হিজবুল্লাহ মহাসচিব বলেন, এই মনস্তাত্ত্বিক চাপের কারণেই হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠবে না ইসরাইলি বাহিনী।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।