মির্জাপুরে আলহাজ একাব্বর হোসেন এমপি গ্লোডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


টাঙ্গাইলের মির্জাপুরে আলহাজ একাব্বর হোসেন এমপি গ্লোডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
উদ্বোধনী দিনে টাঙ্গাইল বঙ্গবন্ধু একাডেমি একাদশ ও ভাওয়াল মির্জাপুর ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহণ করে। এতে ভাওয়াল মির্জাপুর ফুটবল একাদশ ২/০ গোলে জয়ী হয়।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন আলহাজ একাব্বর হোসেন এমপি, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কৃতি ফুটবলার খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শামছুল আলম শামছু, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক লাল মিয়া, প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।
মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করবে বলে সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানিয়েছেন। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।