আজ ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৬২৯ জন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩৩২

নভেল করোনাভাইরাসের সংক্রমণে আজ দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল ) সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৯৬ জনে। একই সময়ে আরো  ৩ হাজার ৬২৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে আরও ৫ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন হয়েছে।

দেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। সারাবিশ্বের মতো বাংলাদেশেও মাত্র ৩ মাসের মাথায় দৈনিক শনাক্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। এরপর  ডিসেম্বর থেকে তা কমতে থাকে। এমনকি একসময় দৈনিক শনাক্ত ৩০০-রও নিচে নেমে আসে। এরই মধ্যে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হলে কিছুটা স্বস্তি নামে। তবে এই স্বস্তি খুব বেশিদিন থাকেনি। দেশে সংক্রমণের যখন একবছর হতে চলেছে, ঠিক সেসময় নতুন করে বাড়তে শুরু করে সংক্রমণ। প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংক্রমণের সংখ্যা।