শিরোপা জেতা হলো না বাংলাদেশের


সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হলো বাংলাদেশের মেয়েরা। শনিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আগুন ফাইনালে মারিয়া মান্ডা বাহিনী ভারতের কাছে ১-০ গোলে হেরে গেছে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন সুনিতা মুন্ডা। টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো বাংলাদেশ এই প্রথম কোনো গোল হজম করল!
উৎসবের আগাম প্রস্তুতি নিতে ভুটানের প্রবাসী বাঙালিরা নিয়ে এসেছিল পতাকা। বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানানো ডিজিটাল ব্যানার-প্ল্যাকার্ডও ছিল। কিন্তু থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আসা শ দুয়েক বাংলাদেশিদের স্তব্ধ করে দিয়ে উৎসব করল ভারতের মেয়েরা। শুধু ফেয়ারপ্লে ট্রফিটা জিতেছে বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা চারজন হলেও শেষ পর্যন্ত লটারিতে পুরস্কারটা পেয়েছে বাংলাদেশের তহুরা।
গত বছর ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে এই ভারতকেই ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই হারের প্রতিশোধ কী দারুণভাবেই না নিল ভারত! বাংলাদেশের মেয়েদের আর টানা দ্বিতীয় শিরোপা জেতা হলো না।