প্রণোদনার দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০২:৫৬ পিএম, বুধবার, ১৮ আগস্ট ২০২১ | ৩৯৭

করোনা দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনা ও অনুদানের দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি মো. সহিদুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি আ. সালাম, সাধারণ সম্পাদক খন্দকার হারুন-অর-রশিদ, সাবেক সভাপতি খন্দকার আবু হানিফ ও শাহ হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মোর্শেদ আলী খান প্রমুখ।