বাল্য বিবাহকে না বলল দশম শ্রেণীর ছাত্রীরা


মির্জাপুরে বাল্য বিবাহকে না বলল উপজেলার ছাওয়ালী ভাতকুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা।
মঙ্গলবার মহেড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, অপুষ্টি, বাল্যবিবাহ, মাদকাসক্তি, অতিরিক্ত জনসংখ্যা ও পরিবেশের বিপর্জয় বিষয়ক এক অনুষ্ঠান তারা একথাটি বলে।
ছাওয়ালী ভাতকুড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, মহেড়া ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মুক্তা আক্তার নিজ উদ্যোগে প্রশাসনের সহায়তায় নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে দিয়ে এলাকায় আলোচনায় চলে আসে।
পরিবার পরিকল্পনা বিভাগের অনুষ্ঠানে মুক্তা আক্তারের বিষয়টি আলোচিত হয়। এতে ওই অনুষ্ঠানে উপস্থিত দশম শ্রেণীর ছাত্রীরা উদ্বুদ্ধ হয়। এক পর্যায় তারা বাল্যবিবাহকে হাত তুলে না বলে।