পুলিশ দম্পত্তির উপর হামলা স্ত্রী নিহত, মা বাবা গেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৬৬৩

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ দম্পত্তির উপর দুর্বৃত্তের হামলায় স্ত্রী শিল্পী বেগম নিহত এবং এএসআই মামুন গুরুতর আহত হওয়ার ঘটনায় জড়ীত থাকার কথা মামুনের বাবা আবুল কাশেম পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে আটককৃত মামুনের বাবা আবুল কাশেম এবং মা অজুফা বেগমকে স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার বিবরনে প্রকাশ গত কয়েকদিন পূর্বে গাজিপুর শিল্প পুলিশে কর্মরত মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের এএসআই মামুন ছুটিতে আসে। সোমবার দুপুরের খাবার শেষে মামুন তার নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন এবং তার স্ত্রী ছিল ছাদে। এবং দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মামুন এবং তার স্ত্রী শিল্পীকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাদেরকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সন্ধায় শিল্পী মারা যান। উন্নত চিকিৎসার জন্য মামুনকে ঢাকায় রেফার্ড করা হয়।

এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মামুনের বাবা আবুল কাশেম এবং মা অজুফা বেগমকে আটক করে এবং হামলার ঘটনায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম পুলিশের কাছে হামলার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।

মঙ্গলবার বিকেলে স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য মামুনের বাবা আবুল কাশেম এবং মা অজুফা বেগমকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল সরকার জানিয়েছে।

এদিকে নিহত শিল্পীর ভাই মোস্তফা বাদী হয়ে মামুনের বাবা আবুল কাশেম মা অজুফা বেগম ভাই সানি এবং মামুনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন পারিবারিক বিরোধের জের ধরে এই গটনা ঘটেছে। মামুনের বাবা আবুল কাশেম পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করায় মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মামুনের বাবা মাকে স্বীকারোক্তিমুলক জবানবন্দি জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।