মির্জাপুরে দুর্বৃত্তের হামলায় স্ত্রী নিহত পুলিশ কর্মকর্তা আহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩০ পিএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৪১০

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্বামী পুলিশ কর্মকর্তা সোমবার বিকেলে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ দম্পতি মামুন ও শিল্পী বেগমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সন্ধায় স্ত্রী শিল্পী বেগম মারা যান।
পুলিশ ও এলাকাবাসী জানান, মামুন কয়েকদিন আগে ছুটিতে এসেছেন। হাসপাতালে ভর্তি মামুন জানান, সে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। কে বা কারা তাদের ধালালো অস্ত্র দিয়ে কুপিয়েছে তা তিনি জানেন না।

পুলিশের এএসআই মামুন গাজীপুর শিল্পাঞ্চলে শিল্প পুলিশ হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে চতুর্থ শ্রেণিতে পড়–য়া মামুনের ছেলে মোয়াজ বিন মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে মামুনের পিতা আবুল কাশেমকে পুলিশ আটক করেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, বিষয়টি খুব জটিল। তবে ঘটনাটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটতে পারে বলে তিনি জানান।