নন্দীগ্রামে আওয়ামীলীগ নেতার মাথা ফাটানোর ঘটনায় মামলা দায়ের

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫১ পিএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৫০৬

বগুড়ার নন্দীগ্রাম পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমানের মাথা ফাটনোর ঘটনায় তার ছেলে বাদী হয়ে ২ জন কে আসামী করে সোমবার নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা করেছে।

মামলা সুত্রে জানাযায়, গত শনিবার বিকালে আলহাজ্ব আজিজার রহমান (৬০) প্রতিদিনের ন্যায় তার নিজ বাড়ী হতে দামগাড়া মেনাজ্জুলের দোকানে আসছিল। পথেমধ্যে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দামগাড়া গ্রামের জায়েদ আলীর ছেলে রাসেল (২০) ও মৃত: কাদের আলীর ছেলে মো: আব্দুল মমিন রড, হাসুয়া ও লাঠি নিয়ে মেনাজ্জুলের দোকানের সামনে ওয়ার্ড সভাপতি আজিজারের মাথায় এলোপাথারী ভাবে আঘাত করে।

এতে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয় এবং সভাপতির মাথা দিয়ে রক্তপাত হতে থাকে। এ খবর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক উৎসুক জনতা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আজিজার রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। তার মাথায় ১৫ থেকে ২০টি সেলাই দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আহতর ছেলে শাহাজামাল জানান, আসামীরা আমাকে মারপিটের হুমকি দিচ্ছে। আমি আসামীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের দাবী জানাচ্ছি। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চাঁন মিঞা জানান, শিশু বাচ্চাদের খেলা ধুলাকে কেন্দ্র করে সামান্য মারামারির ঘটনা ঘটেছে। গাছের ডালের আঘাতের কারনে তার মাথা সামান্য কেটে গেছে। মাথা ফাটার কোন ঘটনা ঘটেনি। মামলা নং-০৭, তারিখ:-১১-০৮-১৮ ইং।