মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ পিএম, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ৪৭৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১.০০ঘটিকার সময় উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হয়।

উক্ত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক সাবেক ছাত্রনেতা শামীম আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের (সাবেক) কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক মোঃ ওমর ফারুক বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহŸায়ক আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা সন্তান কমান্ডের কার্যকরী সদস্য জামিল হোসেন বাপ্পী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কাউসার আহম্মেদ চপল, পৌর যুবলীগ সভাপতি মোঃ ইয়াসিন হোসেন হিরা, সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহŸায়ক মোঃ অলিম মিয়া, যুগ্ম-আহŸায়ক বলাই দে, যুগ্ম-আহŸায়ক খন্দকার মাহমুদুল হাসান সাইফ। সে সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসহ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।