টাঙ্গাইলে আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ


টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেতা কর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহরের পৌর এলাকায় ৪ নং ওয়ার্ডের পাড় দিঘুলীয়া তৃণমূল ভবনে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন উপস্থিত থেকে এ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মহিলা লীগের সিনিয়র সহ- সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু,,যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ফারজানা হক মুক্তি,শহর আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লাভলি আক্তার প্রমুখ।