সড়ক দূর্ঘটনা রোধে চকরিয়া নিসচা'র লিফলেট বিতরণ


"পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়" এবং " সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" - শ্লোগানকে অন্তরে ধারণ করে নিসচা পরিবার সারা দেশে সচেতনতামূলক নির্দেশনার লিফলেট বিতরণ করছে।
এর ধারাবাহিকতায় ২৮ জুলাই বিকাল ৫টার সময় চকরিয়া উপজেলা শাখা নিসচা পরিবার চিরিংগা স্টেশনে ও আরকান সড়কে লিফলেট বিতরণ করেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা)'র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের নির্দেশনা মতে চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের নেতৃত্বে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় সোহেল মাহমুদ বিভিন্ন গাড়ির ড্রাইভার, এসিস্টেন্ট ও যাত্রীদেরকে উপদেশমূলক পরামর্শ দেন। তিনি বলেন- সড়ক-মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো যেকোন মূহূর্তে মহাবিপদ ডেকে আনতে পারে। এই জন্য নিয়ন্ত্রণহীন গতি পরিহার করে স্বাচ্ছন্দে বাড়ি ফিরার অনুরোধ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার সার্জেন্ট নাজিম উদ্দীন ও কনস্টেবল তাজুল ইসলাম। সার্জেন্ট নাজিম উদ্দিন বলেন- বর্তমানে অনভিজ্ঞ ও অযোগ্য গাড়ি চালক দেশ ভরে গেছে। বেশির ভাগ গাড়ি চালকের লাইসেন্স পাওয়া যায় না।
আবার কিছু কিছু ড্রাইভারের কাছে নকল লাইসেন্স পাওয়া যায়। যা দালালদের মাধ্যমে এ লাইসেন্স সংগ্রহ করেছে। তিনি আরো বলেন- কিছু কিছু ড্রাইভার আছেন যারা নিজেদের জীবনকে গুরুত্ব দেয় না, তারা কি করে অন্যজনের জীবনকে গুরুত্ব দবে। যার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।
চকরিয়া উপজেলা নিসচা পরিবার প্রায় এক ঘণ্টা সড়ক-মহাসড়কে বিভিন্ন পরিবহনের যাত্রীর হাতে নিরাপদ যাত্রার জনসচেতনামূলক লিফলেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- নিসচা চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক এম, জুনাইদ উদ্দিন, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, রিদুয়ানুল হক, কার্যকরী পরিষদ সদস্য মো. ইশফাতুল হোছাইন (ইশফাত), কার্যকরি পরিষদ সদস্য মো. মফিজুর রহমান, সদস্য মো, তৌহিদুল ইসলাম প্রমূখ।