চট্টগ্রামে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত


চট্টগ্রামের খুলশীতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। তাদের মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য।
রাত সাড়ে ৩টায় রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই জন- বাগেরহাটের মোড়লগঞ্জের ডালিম শেখ ও জাকির হোসাইন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। র্যাব জানায়, রাতে শহরে টহল দেওয়ার সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হয়।
থামার সংকেত দিলে প্রাইভেটকারের আরোহীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
গোলাগুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।