মুক্তিযোদ্ধা সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নাগরপুরে স্মারক লিপি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৫৯০

বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অপসারনের দাবিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকতার নিকট স্মারক লিপি প্রদান করেছে।

মঙ্গলবার সকালে একাত্তরের মুক্তিযোদ্ধা নাগরপুর উপজেলা শাখা এ স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদানের পূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

একাত্তরের মুক্তিযোদ্ধা নাগরপুর উপজেলা শাখার আহবায়ক এমএ খালেক তালুকদারের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুল বাশার, সচিব (অর্থ) মুক্তিযোদ্ধা আজিজ উদ্দিন আহমেদ, সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান,সংগঠনের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মুকুল,যুগ্ন আহবায়ক মো. মোকাদ্দেস আলী,সদস্য ইয়াদ আলী, হাবিবুর রহমান, মো. রহিজ উদ্দিন প্রমূখ।