বিগ স্টার ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম সিলগালা

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১০ এএম, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭ | ৫১০

অবৈধ পন্থায় চ্যানেল প্রদর্শণ ও পাইরেসির অপরাধে ঝিনাইদহ বিগস্টার ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৯ টি পাইরেসি বক্স জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, ন্যাশনওয়াইড মিডিয়া বাংলাদেশে পে-চ্যানেল সমূহ জি টিভি, জি সিনেমা, জি বাংলা ও অন্যান্য সনি গ্রুপ এর সনি, ম্যাক্স, এসএবি ও অন্যান্য ডিসকভারি, এনিম্যাল প্লান্ট, টিএলসি ও অন্যান্য এইচবিও, সিএনএন, ডবি¬উবি, সিএন এবং অন্যান্য বেশকিছু চ্যানেল সমূহের একমাত্র পরিবেশক, যা সরকারের নির্দিষ্ট আইন মোতাবেক তথ্য মন্ত্রনালয়ের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন হতে লাইসেন্স ফি পরিশোধ করে ডিষ্ট্রিবিউটর লাইসেন্স গ্রহণ করে সারা দেশে ক্যাবল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের কাছে পরিবেন করা হয়।

কিন্তু ঝিনাইদহ বিগ স্টার ক্যাবল নেটওয়ার্ক অবৈধভাবে চ্যানেল প্রদর্শণ ও পাইরেসি করছে এমন অভিযোগের ভিত্তিতে শহরের গীতাঞ্জলী সড়কের অফিসে অভিযান চালায়। এসময় ১৯ টি বক্স জব্দ করা হয় এবং কন্ট্রোলরুম সিলগালা করা হয়। এদিকে বিগ স্টার ক্যাবল নেটওয়ার্ক এর কন্ট্রোলরুম সিলগালা করায় বন্ধ রয়েছে সকল চ্যানেল