প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২১-২২ সৃষ্টি স্কুল এন্ড কলেজ জয়ী

মোজাম্মেল হক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | ৪৪৭

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সৃষ্টি স্কুল এন্ড কলেজ ৫৭ রানে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শুভ সূচনা করেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) টাঙ্গাইল স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের“ খ” গ্রুপে সৃষ্টি স্কুল এন্ড কলেজ মুখোমুখি হয় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়।

সকালে টস জয়ী সৃষ্টি স্কুল এন্ড কলেজ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান করে। দলের পক্ষে নাফিস সর্বোচ্চ ৫৩ ও  সুজন ৩৭ রান করে।

বোলিংয়ে বিজিত পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৌশিক ২১ রানে ২টি উইকেট দখল করে। এছাড়া নাঈম ইসলাম, তৌসিফ, আজমী, আরাফাত ও মমিন খান ১টি করে উইকেট দখল করে। জবাবে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ৩৮ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৬ রানে অলআউট হয়ে ৫৭ রানে পরাজিত হয়। দলের পক্ষে মমিন খান সর্বোচ্চ ৫০  ও সাম্য শীল ২৪ রান করে।

বোলিংয়ে বিজয়ী সৃষ্টি স্কুল এন্ড কলেজের স্পিনার সালেহ ১৩ রানে ৪ট উইকেট দখল করে। আজকের খেলাঃ টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় বনাম বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়। খেলায় আম্পায়ার ছিলেন রাজিব খান ও আসিফুর রহমান এবং স্কোরার ছিলেন মির্জা মাসুদুল হোসেন খোকন।