বাসাইলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রশিক্ষণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২ পিএম, সোমবার, ২৩ জুলাই ২০১৮ | ৪৪০

টাঙ্গাইলের বাসাইলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষক ও এসএমসি’র দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিসি) এবং স্থানীয় সরকারি বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধুরী, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, তিনটি ব্যাচে মোট ১শ’ জনকে এ প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে সোমবার ৩৪জনকে এ প্রশিক্ষণ দেয়া হয়।