পাকিস্তানের কাছে লজ্জার হার ওয়েস্ট ইন্ডিজের


নিরাপত্তা আতঙ্কে পাকিস্তান সফরে আসতে চাননি ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত খেলোয়াড়রা। গেইলদের ছাড়া পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে তার খেসারতও দিতে হয়েছে দলটিকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২০৪ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ১৪৩ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান দারুণ সূচনা করে। দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম ৫ ওভারে গড়েন ৪৬ রানের জুটি। ১৩ বলে ১৭ রান করে বাবর আজম সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ফখর আজম ২৪ বলে ৩৯ করে রান করে রানআউটের ফাঁদে পড়েন।
তৃতীয় উইকেটে হুসাইন তালাত ও সরফরাজ ৭৫ রানের জুটি গড়লে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। তালাত ৩৭ বলে করেন ৪১ রান। অধিনায়ক সরফরাজ ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে শোয়েব মালিক মাত্র ২.৫ ওভারে ৪৭ রানের জুটি গড়লে ২০৩ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। শোয়েব অপরাজিত থাকেন ৩৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার চাদউইক ওয়াল্টনকে প্রথম ওভারেই ফিরিয়ে দেন মোহাম্মদ নেওয়াজ। দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচার ও জেসন মোহাম্মদকে শূন্য রানে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। দলের বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন।
শেষ পর্যন্ত ১৩.৪ ওভারেই গুটিয়ে যায় উইন্ডিজদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মারলন স্যামুয়েলস দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রানের ব্যবধানে জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে নেওয়াজ, আমির ও শোয়েব দুটি করে উইকেট পান। পাকিস্তানের পক্ষে অভিষিক্ত তরুণ হুসাইন তালাত ম্যাচসেরা হন।