সাপাহারে
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ও বাংলাদেশের ইতিহাস জানতে “হাতে তালি পায়ে বল,ফুটবল ফুটবল” এই স্লোগানে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সহ সভাপতি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।
খেলায় সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে উত্তর কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়,এবং গোয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দল ২-০গোলে কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।