টাঙ্গাইলে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, রোববার, ২২ জুলাই ২০১৮ | ৫২৪

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই রবিবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোস্তফা কামাল (রুদ্র) এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ: শাহনুর জামান এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক তরুন ইউসুফ।