সৌদি থেকে নির্যাতিত আরও ৪৩ নারীকর্মী দেশে ফিরেছেন


সৌদি আরব থেকে দেশে ফিরলো, নির্যাতনের শিকার আরও ৪৩ নারী গৃহকর্মী। শনিবার রাত সাড়ে ৯টায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন তারা।
নির্যাতিত গৃহকর্মীরা জানান, সৌদি আরবে মারধরের শিকার তারা। পাননি নিয়মিত খাবার ও বেতন। পালাতে সক্ষম হওয়ার পর, তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় সৌদি পুলিশ। সেখান থেকে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে বাংলাদেশে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন নির্যাতিত এক নারী। বিমানবন্দরে নামার পর তার দেখ-ভালের দায়িত্ব নিয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
একই বিমানে ৬৬ জন পুরুষ কর্মীও দেশে ফেরত এসেছে। সৌদি আরবে কাজ না পাওয়ার অভিযোগ তাদের।