চরফ্যাসনে নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১ পিএম, বুধবার, ৩১ জুলাই ২০১৯ | ৫২৬

ভোলার চরফ্যাসনের চর মাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামে মো.আবু জাহের মাঝি(৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১আগষ্ট) সকাল ৮টার দিকে নিজ বাড়ির নারিকেল গাছে থেকে পড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো.আবু জাহের মাঝি চর মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের সাহেদ আলী মাঝির ছেলে।

চর মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান মো.মোজাম্মেল জমাদার বলেন,সকাল ৮টার দিকে নিজ বাড়ির নারিকেল গাছের নারিকেল পাড়তে গাছে ওঠেন আবু জাহের মাঝি। এ সময় নারিকেল পেরে গাছ থেকে নামার সময় পা পিছলে শুকনো ডাল ভেঙ্গে বিদ্যূৎতের তারে শক লেগে পাকা রাস্তায় উপর পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরফ্যাসন থানার অফিসার ইরচার্জ(ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।