মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, শনিবার, ২১ জুলাই ২০১৮ | ৫৮৮

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে। শনিবার বিকেলে পজেলার তরফপুর ইউনিয়নের রামপুর বংশাই নদী থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই এলাকায় বংশাই নদীতে লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৭৫ বছর বলে পুলিশ জানায়।

উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে বাশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন।