লিভারপুলে রেকর্ড অর্থে গোলরক্ষক অ্যালিসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, শনিবার, ২১ জুলাই ২০১৮ | ৪৫৩

বিশ্বফুটবলে গোলরক্ষকদের দাম যে বাড়ছে তার প্রমাণ পাওয়া গেল। ইটালির ক্লাব রোমা থেকে ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসন বেকারকে ৬৬.৮ মিলিয়ন পাউন্ড বা ৭০ মিলিয়ন ইউরোতে কিনে নিল লিভারপুল।

যা গোলরক্ষকদের ক্ষেত্রে একটা রেকর্ড। এর আগের নজিরটি ছিল ২০০১ সালে জিয়ানলুইগি বুফনের জন্য পারমাকে ৫৩ মিলিয়ন ইউরো দিয়েছিল জুভেন্টাস।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে খুশি ব্রাজিল বিশ্বকাপ দলের সদস্য অ্যালিসন বলেছেন, ‘‘এমন একটা ক্লাবের জার্সি পরার সুযোগ পেয়ে আমি গর্বিত।’’

অ্যালিসন জানিয়েছেন, লিভারপুলের  মহম্মদ সালাহও তাঁকে মোবাইলে বার্তা পাঠিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনুরোধ করেন। কোচ য়ুর্গেন ক্লপও খুশি অ্যালিসনকে পেয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাঁদের গোলরক্ষকের ভুলের মাশুল দিতে হয়। বলেছেন, ‘‘বিশ্বের অন্যতম সেরা অ্যালিসন। ওকে নেওয়ার সুযোগ পেয়ে বেশি ভাবিনি। তা ছাড়া বর্তমান বাজারে গোলরক্ষকদের দাম তো বাড়বেই।’’