টাঙ্গাইলে তড়কা রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | ৯০

টাঙ্গাইলে তড়কা রোগ প্রতিরোধ ও গবাদিপশু জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষাসহ জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইল পৌরসভার সম্মেলন কক্ষে জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ও পৌরসভার সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম।

বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, ভেটেরিনারী সার্জন ডা. মো. শাহীন আলম, মাংস ব্যবসায়ী শাহজাহান মিয়া ও লুৎফর রহমান প্রমুখ। সভায় ৪০ জন মাংস প্রক্রিয়াকারি অংশ নেয়।