সাবেক মেয়র মুক্তির উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ

করোনা ভাইরাসের কারনে লকডাউনে থেকে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান খান মুক্তির উদ্যোগে শনিবার শহরের বেবীস্ট্যান্ড এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, লবন, তেঁল ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন, বেবীস্ট্যান্ড ট্রাক চালক সঞ্চয় সমিতির সভাপতি মো: খোরশেদ ও সাধারণ সম্পাদক মো:শাজাহান টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব প্রমুখ।