চকরিয়ার মাদক সম্রাট ডাইল ইসমাঈল বন্দুক যুদ্ধে নিহত


কক্সবাজারের চকরিয়ায় মো.ইসমাঈল নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমাঈলকে শীর্ষ মাদক কারবারি দাবি করে পুলিশ বলেছেন, মাদক কারবার নিয়ে কোন্দলে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ইসমাঈল নামে এ মাদক কারবারি।
২০জুলাই(শুক্রবার)রাত ৩ টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে।চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালীর কুমারী ব্রিজ এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মো.ইসমাঈলের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড গুলি ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি ধারনা করছেন, দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে আধিপাত্ত্য বিস্তারের জের ধরে এই গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওসি জানান, নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোচপাড়া মৃত আবদুস সালামের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।