মির্জাপুরে মোবাইল মার্কেটে দুঃসাহসিক চুরি, আটক ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | ১২২০

মির্জাপুর বাজারের কলেজ রোডে সৈয়দ মনসুর টাওয়ারের মোবাইল মার্কেটে দু;সাহসিক চুরি হয়েছে। চোরেরা চারটি মোবাইলের দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাড়ে ১৬ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় পাহাড়াদার মবিন মিয়া, আব্দুছ সালামকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধার পর মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে মার্কেটে এসে দেখতে পান তাদের লাগানো তালার পরিবর্তে দোকানে অন্যতালা লাগানো। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে তালা ভেঙ্গে দোকানে ঢুকে দেখতে পান সব মালামাল চুরের দল নিয়ে গেছে। এর মধ্যে স্যামসং গ্যালারীর মালিক সেলিম মিয়ার দোকান থেকে ৪ লাখ টাকার ৩৬ পিচ মোবাইল, মেহেদী হাসানের মোবাইল ফেয়ার থেকে দেড় লাখ টাকার ২০ পিচ মোবাইল রনি মিয়ার রুপা মোবাইল সিটি থেকে ৭ লাখ টাকার ৫০ পিচ মোবাইল ও নগদ ২০ হাজার টাকা এবং সুমন মিয়ার স্মার্ট জোন থেকে ৪ লাখ টাকার ২৭টি দামী মোবাইল চুরের দল নিয়ে গেছে বলে জানা গেছে। মালামাল লুট শেষে চুরের দল সব দোকানে অন্য তালা লাগিয়ে যায়।

রাতে পাহাড়াদার থাকা অবস্থায় এই চুরির ঘটনা ঘটেছে বলে মার্কেটের মালিক শাজাহান জানিয়েছেন। মবিন মিয়া ও সালাম নামে দুই পাহারাদার রাতে পাহরায় নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন টেলিফোন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় ওই দুই পাহাড়াদারকে জিজ্ঞাসাবদের জন্য আটক করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি উল্রেখ করেন।